রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় কৃষকের বাজারের উদ্বোধন করেন ইউএনও 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় কৃষকের বাজারের উদ্বোধন করেন ইউএনও 

বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘কৃষকের বাজার’ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাটিরাঙ্গা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মনজুর আলম। 

এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাবেক  সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইয়া,  উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমি হোসেন উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাটিরাঙ্গা উপজেলা শাখা কর্তৃক পরিচালিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মুখে ‘কৃষকের বাজার’ থেকে সপ্তাহে ৭দিন নিত্যপণ্য ক্রয় করা যাবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আমির হোসেন রনি। 

পৌর এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন বলেন, তিনি একজন দিন মজুর দিন শেষে যা উপার্জন হয় তা থেকে পরিবারের জন্য নিত্য পণ্য কিনতে বেশ হিমশিম খেতে হয়। এখান থেকে পণ্য কিনে কিছুটা সাশ্রয় হয়েছে। 

মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুই মুঠো ভাত তুলে দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে উপজেলা প্রশাসন যেভাবে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

মাটিরাঙ্গা ইউএনও বলেন, ‘সরকার কর্তৃক গৃহীত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর পদক্ষেপ হিসেবে মাটিরাঙ্গায় ‘কৃষক বাজার’ চালু করা হয়েছে।
বাজারে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্য কোন মধ্যস্বত্ব ভোগীর সহায়তা ছাড়াই বিক্রি করতে পারবেন। সাধ্যমতো পণ্য কিনতে পেরে স্বস্তিতে সাধারণ জনগণ। 

টিএইচ